Kolkata warms up on Christmas eve, বড়দিনের জ্বরে শহর কলকাতা

বড়দিনের জ্বরে শহর কলকাতা

বড়দিনের জ্বরে শহর কলকাতাকনকনে শীত আর শীতবুড়ো সান্তাকে নিয়ে এখন বড়দিনের মেজাজে সরগরম কলকাতা। সন্ধে থেকেই আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট। একই ছবি বো-ব্যারাকেও। বড়দিনের আগে শহরের বিভিন্ন গির্জায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকে রাত্রি, কেকের গন্ধে ম-ম করছে গলি থেকে রাজপথ। সন্ধে হতেই রাজপথ বদলে গিয়েছে জনপথে। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েছেন। তাদের কারও মাথায় সান্তা টুপি, কারও গায়ে আবার সান্তার পোশাক। বড়দিনকে বরণ করতে অনেকে আবার পুরোদস্তুর রাত জাগতে তৈরি। সব মিলিয়ে উত্সবের উত্তাপে আনন্দের ওম নিচ্ছে শীতের কলকাতা।





First Published: Saturday, December 24, 2011, 23:30


comments powered by Disqus