Last Updated: October 9, 2013 17:21

আজ পঞ্চমী। কিন্তু ভাল খবর নেই। আপনি কী তৈরি হচ্ছেন বাঙালির মহাউত্সবে মেতে উঠতে? আলমারি ভর্তি করে জামা কাপড় কিনেছেন? কিংবা মাস খানেক আগেই ঠিক করে রেখেছেন কোন দিন কোনটা পড়বেন। সে সব আশায় জল। হ্যাঁ সত্যি,পুজোর জন্য আবহাওয়ার ভাল খবর নেই।
পুজোর কদিন মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চাপটা কোথায়? আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ। জার জেরেই ভারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপ বর্তমানে কলকাতা থেকে ১১ হাজার কিমি দক্ষিণে অবস্থান করছে। আজ রাত ৯টা থেকে ১০টার মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ তারিখের মধ্যে সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ওড়িশা উপকূলে। ফলে নবমী,দশমী ভাসবে রাজ্য।
পুজোর কটাদিন আবহাওয়া যে ভাল থাকবে না সে ভ্রূকুটি আগেই ছিল। তাই পঞ্চমীতেই রাস্তায় মানুষের ঢল। উত্সবের আনন্দে যাতে একটুকুও ভাটা না পড়ে তাই প্রথম দিনেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল।
First Published: Wednesday, October 9, 2013, 17:31