বাঙালির আরামের শীতের মাঝে অসুর হয়ে দাঁড়িয়ে নিম্নচাপ

বাঙালির আরামের শীতের মাঝে অসুর হয়ে দাঁড়িয়ে নিম্নচাপ

বাঙালির আরামের শীতের মাঝে অসুর হয়ে দাঁড়িয়ে নিম্নচাপশীতের পথে বাধা নিম্নচাপ। যদিও গত কালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা পৌছয় ১৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে, উত্তরে হাওয়ার গতি বৃদ্ধি পেলে আবার নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের উপরে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। আগামী দু এক দিনেই ধীরে ধীরে এর প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

(বিস্তারিত খবর কিছু পড়ে)

First Published: Thursday, December 5, 2013, 11:39


comments powered by Disqus