Last Updated: April 21, 2014 21:27

গয়নার বাক্সর পর এবার হিন্দি ছবিতে হাত দিচ্ছেন পরিচালক অপর্না সেন। বাদল সরকার এক রচনা নিয়ে তার আগামী ছবি সারি রাত। বাদল সরকারের লেখার হিন্দি অনুবাদ করেছেন প্রতিভা আগরওয়াল।
বৃষ্টির রাতে এক অচেনা মানুষের বাড়িতে এক দম্পতির আশ্রয় নেওয়ার গল্পো সারি রাত। ছবিতে অভিনয় করবেন অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী ও কঙ্কনা সেনশর্মা। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবকে লক্ষ্যে রেখেই তৈরি হচ্ছে এই ছবি। চলচ্চিতের উত্সবে তিনজন ভারতীয় পরিচালক ও দুজন পাকিস্তানি পরিচালকের ছবি দেখানো হবে।
আগে টাবু, নাসিরুদ্দিন শাহ ও রাজেশ শর্মাকে নিয়ে সারি রাত পরিচালনার পরিকল্পনা করেছিলেন অপর্না সেন।
First Published: Wednesday, April 23, 2014, 14:18