Last Updated: December 11, 2011 10:09

অবৈধ খনন কাণ্ডে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার পাশেই দাঁড়াল তাঁর দল। এস এম কৃষ্ণার বিরুদ্ধে অভিযোগ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন অবৈধ খনি গড়ে উঠতে মদত জুগিয়েছিলেন তিনি।
কৃষ্ণার বিরুদ্ধে লোক আদালতে অভিযোগ করেন টি জে আব্রাহাম নামে এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে লোক আদালত। লোক আদালতের নির্দেশকে হাতিয়ার করে কৃষ্ণার পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিজেপি। কংগ্রেসের দাবি কৃষ্ণার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
কৃষ্ণার বিরুদ্ধে স্পষ্ট কোনও অভিযোগ নেই বলেও দাবি করেছেন, কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি বি কে চন্দ্রশেখর।
First Published: Sunday, December 11, 2011, 10:09