Last Updated: August 28, 2013 16:50

প্রমা মিত্র
কৃষ্ণর থেকে বড় প্রেমিক আর কেউ আছে কি? উত্তরটা দিতে এক মুহূর্তও ভাবতে হয় না। এমনিতে নানা ভাষা নানা মতের দেশ হলেও এই একটি ব্যাপারে বোধহয় একমত হবেন সকলেই। সাধে কি আর পূর্বরাগে যোগিনী পারা হয়েছিলেন রাধা? বা কৃষ্ণ প্রেমেই জীবন অতিবাহিত করেছেন মীরা? রবি ঠাকুরের প্রেম-পূজা থিওরির অনেক আগেই কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন প্রেম-পূজার তত্ত্ব। এখানেই মেলে মুক্তি, আবার বাঁধাও পড়ে মানুষ এখানেই।
আট পত্নী, ষোলহাজার একশো গোপিনী, তারপর রয়েছেন প্রেমিকা শ্রীরাধিকা। কমিটমেন্টে কৃষ্ণ পাবেন দশে শূন্য। তাও কেন কৃষ্ণপ্রেমেই মাতোয়ারা গোটা বিশ্ব? আসলে এখানেই পাওয়া যায় প্রেমের আসল সংজ্ঞা। প্রেম একাধিক হোক, পরকীয়া হোক, প্রেম আসলে প্রেমই। প্রেমের কোনও বিশেষণ হয় না। সব প্রেমেই রয়েছে একইরকম ভাললাগা, অনুভূতিও এক, এক কষ্টও। সব প্রেমই ভাসায়ও একইভাবে। তাই কৃষ্ণলীলা শুধু আর প্রেম থাকে না। হয়ে যায় সমর্পণ। যেই সমর্পণেই মানুষ মুক্তি খুঁজেছে চিরকাল।
অন্যদিকে, কৃষ্ণের মধ্যেই মহিলারা খুঁজে পেয়েছেন পাগল প্রেমিকের সবকটি রূপ। হাটে দই নিয়ে যাওয়া রাধিকার রাস্তা আটকেছেন নাছোড়বান্দা প্রেমিক কৃষ্ণ, স্নানরতা মহিলাদের পোশাক লুকনো বখাটে প্রেমিক, আবার নপুংশক স্বামীর ঘর করা রাধিকার মুক্তির পথ। শুধু নিজের প্রেমই নয়, অন্যকে প্রেমের আইডিয়া দিতেও কৃষ্ণ সবসময় প্রস্তুত। দূরদর্শী কৃষ্ণই অর্জুনকে বলেছিলেন নিজের বোন সুভদ্রাকে অপহরণ করতে। সেখান থেকেই বোধহয় যুগে যুগে প্রেমে পাগল যুগল পাঠ নিয়ে নিয়েছে কীভাবে বাড়ির চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে গিয়ে ঘর বাঁধতে হয়। পরে অবশ্য আরও একবার মনে করিয়ে দিয়েছিল `কয়ামত সে কয়ামত তক`।
তবে কৃষ্ণের মত প্রেমিকের ডিমান্ড এযুগেই সবথেকে বেশি। রোজ রোজ বেড়েই চলেছে শ্লীলতাহানি, ধর্ষণ। এই অবস্থায় বোধহয় একমাত্র কৃষ্ণই রক্ষা করতে পারেন রঙ্গমঞ্চে উপস্থিত না থেকেও। ঠিক যেভাবে দ্রৌপদীকে করেছিলেন। রাস্তাঘাটে দুঃশাসনদের হাত থেকে প্রেমিকাদের রক্ষা করতে আজকের প্রেমিকরাও বীরদর্পে এগিয়ে যায় বৈকি, তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিজেদেরই প্রাণ যায়, প্রেমিকা উদ্ধার তো দূর স্বপ্ন।
কাজেই নিজে উত্তম মধ্যম না খেয়েও প্রেমিকা উদ্ধার একমাত্র সম্ভব বিষ্ণুর এই অষ্টম অবতারটির পক্ষেই। যিনি নিজে অদৃশ্য থেকেও ইচ্ছামত বাড়িয়ে দিতে পারেন প্রেমিকার র্যাপ অ্যারাউন্ড স্কার্টের প্যাঁচ। যা খুলতেই খুলতেই হাঁপিয়ে যাবে এযুগের দুঃশাসনেরা। তাই ডলারের মতই, সোনার দামের মতই, পেঁয়াজের মতই দিন দিন বাড়ছে প্রেমিক কৃষ্ণের দাম। আজ তাঁর জন্মদিন। তাই আজই প্রেমের দিন...
First Published: Thursday, August 29, 2013, 16:27