কাশ্মীরে তুষারধসে মৃত ৯ জওয়ান

কাশ্মীরে তুষারধসে মৃত ৯ জওয়ান

কাশ্মীরে তুষারধসে মৃত ৯ জওয়ানবুধবার সন্ধ্যায় জোড়া তুষারধসে কাশ্মীরে মৃত্যু হল ৯ জন সেনা জওয়ানের। শোনমার্গ ৩ জন ও গুর্জে ৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

তুষারধসে গুর্জের সেনাছাউনিটি বরফের তলায় চাপা পড়ে যাওয়া সেখানে ১০ জন জওয়ান আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই সেখান থেকে মৃত ৬ জওয়ানের দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





First Published: Thursday, February 23, 2012, 16:32


comments powered by Disqus