Last Updated: October 22, 2012 11:18

প্রতি বছরের মত এবারও কুমারী পুজো অনুষ্ঠিত হল বেলুড়মঠে। স্বামী বিবেকানন্দ বেলুড়মঠে কুমারী পুজো করেছিলেন। সেই প্রথা মেনেই বেলুড়মঠে কুমারী পুজোর আয়োজন। পাঁচ থেকে বারো বছর বয়স্কা কোনও বালিকাকে নির্বাচন করা হয়। মাতৃরূপে পুজো করা হয় সেই বালিকাকে।
অষ্টমী তিথিতে দেবীপুজার উল্লেখযোগ্য অংশ হল, কুমারী পূজা৷ ব্রহ্মা দেবীকে বিল্ববৃক্ষে সোনার বরণী কুমারী রূপে দেখেছিলেন বলে কুমারী মেয়েদের দেবীজ্ঞানে পূজা করা হয়৷ এক এক বয়সের কুমারী কন্যার এক একটি নাম৷ শাস্ত্র নির্দিষ্ট পুরাণে কুমারী পূজার মাহাত্ম্যের কথা শতকণ্ঠে ঘোষণা করা হয়েছে৷
বেলুড়মঠে এই কুমারী পুজোয় ছিল মানুষের ঢল। উত্সবে সামিল ছিলেন রাজ্যপাল এমকে রাজ্যপাল এম কে নারায়ণন। মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তার বেড়াজাল।
First Published: Monday, October 22, 2012, 11:18