Last Updated: December 6, 2011 16:42

ফিরছেন কুনাল কাপুর। রঙ দে বাসন্তির পর সিলভার স্ক্রিনে তাঁকে তেমন দেখা যায় নি। ডন টু`র পর এবার `লাভ-সভ দে চিকেন খুরানা`। অনুরাগ কাশ্যপের নির্দেশিত ছবি `লাভ-সভ দে চিকেন খুরানা`-তে এক ভিন্ন ভূমিকায় দেখা যাবে কুনালকে। ছবির নামের মধ্যে একটা খাবারের গন্ধ লুকিয়ে আছে। `লাভ-সভ দে চিকেন খুরানা`-ভারতের প্রথম "ফুড ফিল্ম"। আর এই প্রথম একটি পারিবারিক ছবি উপহার দিতে চলেছেন অনুরাগ। `ডার্ক এবং সিরিয়াস` ছবির পর, অবশেষে একটা মনমাতানো আপাদমস্তক হাসির ছবি নিয়ে এসেছেন অনুরাগ। এলএসটিসিতে কুনালের সঙ্গে জুটি বেঁধেছেন হুমা কুরেশি। নতুন এই জুটির রসায়ন যাতে ঠিক থাকে সেই বিষয় যথেস্ট মনযোগী অনুরাগ।
First Published: Tuesday, December 6, 2011, 16:42