আজ কুরবানির ঈদ, দেশ জুড়ে প্রার্থনায় মুসলিম সম্প্রদায়ের মানুষ

আজ কুরবানির ঈদ, দেশ জুড়ে প্রার্থনায় মুসলিম সম্প্রদায়ের মানুষ

Tag:  cap eidramzan turky indonesia india
আজ কুরবানির ঈদ, দেশ জুড়ে প্রার্থনায় মুসলিম সম্প্রদায়ের মানুষআল্লার প্রতি আনুগত্য দেখাতে নিজের ছেলেকে স্বেচ্ছায় বলিদানে দিতে রাজি হয়েছিলেন ইব্রাহিম। সেই থেকে এই দিনটি ঈদ-উল-আজা বা কুরবানির ঈদ হিসেবে পালিত হয় মুসলিম সমাজে। এই দিন সকাল থেকে মসজিদে মসজিদে প্রার্থনায় সামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারপর আল্লাকে উত্‍সর্গ করে দেওয়া হয় বলি। কুরবানির ইদ উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ঈদ-উর-জোহা বা ঈদ-উল-আজা উপলক্ষ্যে কলকাতার রেড রোডে চলে প্রার্থনা।
প্রার্থনা চলেছে পার্কসার্কাস, গার্ডেনরিচ, খিদিরপুরেও।

First Published: Wednesday, October 16, 2013, 09:40


comments powered by Disqus