মিল খোলার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ হনুমান জুটমিলের শ্রমিকদের

মিল খোলার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ হনুমান জুটমিলের শ্রমিকদের

মিল খোলার দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ হনুমান জুটমিলের শ্রমিকদের মিল খোলার দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন হাওড়ার হনুমান জুটমিলের শ্রমিকরা। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি নেতা কর্মীরাও। তবে জেলাশাসক না থাকায় বিক্ষোভকারীরা স্মারকলিপি জমা দিতে পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিসবাহিনী। পুলিসের কাছেই স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টা দুয়েক পর উঠে যায় বিক্ষোভ। গত সতেরো জুন শ্রমিক অসন্তোষের জেরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, আট ঘণ্টার পরিবর্তে এগারো ঘণ্টা কাজ করতে বাধ্য করছে মিল কর্তৃপক্ষ। এরপর বেশ কয়েকবার মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলেও মেলেনি কোনও সমাধান সূত্র।

First Published: Saturday, June 28, 2014, 17:52


comments powered by Disqus