Last Updated: October 2, 2012 13:24

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন হুগলির কৃষকরা। একদিকে চড়া রোদ, তার ওপর বৃষ্টির দেখা নেই। তারওপর সেচের ব্যবস্থা যথাযথ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।
হুগলির জেলার প্রায় সব চাষযোগ্য জমিতেই ধান চাষ করেছেন কৃষকরা। কিন্তু এবছর বৃষ্টিপাতের অভাবে নানা সমস্যা দেখা দিয়েছে। এমনিতে আমন ধান চাষে সেচের জল কমই লাগে। বৃষ্টির জলেই সেচের কাজ হয়ে যায়। কিন্তু এবছর অনিয়মিত বৃষ্টিপাত ও আবহাওয়ার খামখেয়ালিপনায় ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মাঠেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ।
বিদ্যুতের দাম বাড়ায় বিঘা প্রতি সেচের খরচ ৭০০ থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে। সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় খরচ আরও বেড়েছে।
এবছর এখনও পর্যন্ত ১৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। প্রতিবছর যেখানে বিঘা প্রতি নয়-দশ বস্তা ধান হয়, সেখানে এবছর চার-পাঁচ বস্তাও উত্পাদন হবে কিনা আশঙ্কা করছেন কৃষকরা।
First Published: Tuesday, October 2, 2012, 13:24