Last Updated: November 15, 2013 14:30

কলকাতায় ফের গুলির লড়াই। আবার মৃত্যু। এবং ঘটনার পিছনে সেই দুষ্কৃতী তাণ্ডব। এবার ঘটনাস্থল লেকটাউন। শ্যামনগরের হরিজনপল্লিতে দু`দল দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াই হয়। পরে পুকুর থেকে একজনের দেহ উদ্ধার হয়।
গত সোমবারই খাস পার্কস্ট্রিট এলাকায় স্কুলের ভিতর গুলিচলনার ঘটনা ঘটে। তাতে দুই যুবকের মৃত্যু হয়। তার কয়েক দিনের মধ্যেই আবার গুলি চলল লেকটাউনে। স্বাভাবিক ভাবেই শহরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)
First Published: Friday, November 15, 2013, 14:30