Last Updated: April 25, 2012 21:34

যুবতীর অস্বাভাবিক মৃত্যুর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নিউটাউনের ১০০ একরজমি এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বহুতলের ৪ তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন ২৩ বছর বয়সী ওই যুবতী। তাঁর নাম তানিয়া সরকার।
বুধবার ভোরে ফ্ল্যাটের নিচে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে, নিউটাউন থানায় খবর দেন অন্যান্য আবাসিকরা। এরপরে দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। প্রাথমিকভাবে পুলিসের অনুমান চারতলা থেকে পড়েই মৃত্যু হয়েছে বহুজাতিক সংস্থার মার্কেটিং বিভাগে কর্মরত এই যুবতীর। তবে মৃত্যুর কারণ নির্দিষ্ট করতে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি।
First Published: Wednesday, April 25, 2012, 21:38