নতুন অ্যালবামে যিশু, গান্ধী ও মাইকেল জ্যাকসনকে স্মরণ করে আরও সাহসী লেডি গাগা

নতুন অ্যালবামে যিশু, গান্ধী ও মাইকেল জ্যাকসনকে স্মরণ করে আরও সাহসী লেডি গাগা

নতুন অ্যালবামে যিশু, গান্ধী ও মাইকেল জ্যাকসনকে স্মরণ করে আরও সাহসী লেডি গাগা নতুন মিউজিক ভিডিও জি.ইউ.ওয়াই(G.U.Y)-তে আরও সাহসী হলেন লেডি গাগা। যিশু, গান্ধী ও মাইকেল জ্যাকসনের আত্মাকে স্মরণ করে স্ট্রিপ করলেন তিনি।

শুধু তাই নয় গ্রুপ সেক্স, হস্তমৈথুনের মতো কাজেও লেডি গাগাকে দেখা যাচ্ছে ভিডিওতে। আসল নাম স্টেফানি জার্মানোটা। কিন্তু লেডি গাগা নামেই তাঁকে দুনিয়া চেনে। গানের থেকেও বেশি উদ্ভট ফ্যাশনের জন্যই বিখ্যাত তিনি। ভোগ ম্যাগাজিনের কভারে মাংসের পোশাকে নিজেকে ঢেকে এর আগে বিতর্কে জড়িয়েছেন তিনি। বর্ন দিস ওয়ে অ্যালবামের মোটরবাইক কভার ফটো, ব্রেস্টমিল্ক আইসক্রিমের নতুন ফ্লেভার বেবি গাগা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে মিডিয়ায়।

First Published: Monday, March 24, 2014, 22:15


comments powered by Disqus