Last Updated: April 25, 2013 21:07

জাতীয় দলে ডাক পেয়ে পর্তুগালে রওনা হলেন শিলং লাজং এফসির পর্তুগীজ ফুটবলার এডিনহো জুনিয়র। পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পোর্তোতে আয়োজন করা হয়েছে একটি অনূর্ধ্ব উনিশ আন্তর্জাতিক টুর্নামেন্টের।
সেখানে অনূর্ধ্ব উনিশ পর্তুগাল জাতীয় দলে সুযোগ পেলেন এডিনহো। গত ২১ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। শেষ আগামি ২৭ এপ্রিল। এডিনহো চলে যাওয়ায় লাজং এফসি সমস্যায় পড়লেও কর্তাদের মত এটা তাঁদের ক্লাবের কাছে গর্বে ব্যাপার। প্রসঙ্গত, এডিনহো জুনিয়রের দিকে নজর রয়েছে আইলিগের বেশ কয়েকটি ক্লাবের।
First Published: Thursday, April 25, 2013, 21:07