Last Updated: April 29, 2012 15:28

ফের ব্রিটেনের সবথেকে ধনী ব্যক্তির শিরোপা উঠল প্রবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী নারায়ণ মিত্তলের মাথায়। এই নিয়ে টানা ৭ বার। ব্রিটেনের প্রথম ১০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ প্রত্রিকা `সানডে টাইম্স`-এ। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মিত্তল স্টিল-এর কর্ণধার।
`সানডে টাইম্স`-এর খবর অনুযায়ী, আর্থিক মন্দার ফলে গত বছর লক্ষ্মী নারায়ণ মিত্তল ও তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪,৮১৮ মিলিয়ন পাউন্ড কমলেও ১২.৭ বিলিয়ন পাউন্ড সম্পত্তি নিয়ে এবছরও শীর্ষেই রয়েছেন মিত্তল। ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রুশ বংশোদ্ভূত শিল্পপতি অ্যালিসের উসম্যানভ। তাঁর সম্পত্তির পরিমাণ ১২.৩ বিলিয়ন পাউন্ড। ব্রিটেনের ধনী ব্যক্তিদের মধ্যে চতুর্থ স্থানেও রয়েছেন ভারতীয় শিল্পপতি। ৮.৬ বিলিয়ন পাউন্ড মোট সম্পত্তি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শিল্পপতি শ্রী হিন্দুজা ও গোপীচাঁদ হিন্দুজা।
এছাড়া মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে হ্যারি পটার শ্রষ্টা জেকে রওলিং-এরও। গত বছর রওলিং-এর সম্পত্তির ছিল ৩০ মিলিয়ন। এবার তা বেড়ে হয়েছে ৫৬০ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের ধনীর তালিকায় ১৪৮ নম্বরে রয়েছেন রওলিং। সংবাদপত্রটির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আর্থিক মন্দা সত্ত্বেও বিশ্বের প্রথম ১০০০ ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ গত বছরের থেকে ৪.৭ শতাংশ বেড়ে হয়েছে ৪১৪ বিলিয়ন পাউন্ড।
First Published: Sunday, April 29, 2012, 15:44