Last Updated: September 25, 2013 15:13

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদীকে আজীবন নির্বাসিত করল বিসিসিআই। বুধবার চেন্নাইয়ে বোর্ডের বিশেষ মিটিংয়ে আর্থিক বেনিয়মের জন্য মোদীকে আজীবন নির্বাসনের কথা ঘোষণা করে বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁর বিরুদ্ধে মোট আটটি ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলেছে বোর্ড। তার মধ্যে রয়েছে বোর্ডের নীলামের সময় দুটি ফ্র্যাঞ্চাইজিকে অন্যায় ভাবে সুবিধা পাইয়ে দেওয়া, ফ্র্যাঞ্চাইজিদের ভয় দেখানো এবং আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নিয়ে প্রায় ৮ কোটি ডলার নয় ছয় করার।
মঙ্গলবার দিল্লি হাইকোর্ট বিসিসিআইকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর বুধবার মোদীর আঈইনজীবীরা সুপ্রিম কোর্টে চেন্নাই মিটিং স্থগিত করার জন্য স্পেশ্যাল লিভ পেটিশনের দাখিল করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। মোদীকে নির্বাসিত করার জন্য ৩১-এর মধ্যে ২১ জন সদস্যের ভোট দরকার ছিল বিসিসিআইএর। আদালতের ছাড়পত্র পেয়ে যাওয়ার পর টিম শ্রীনিবাসন শাস্তির সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি।
First Published: Wednesday, September 25, 2013, 15:13