Last Updated: September 27, 2011 19:13

আবার বিপাকে ললিত মোদি।
আইপিএলের অর্থ নয়ছয়ের অভিযোগে অভিযুক্ত ললিত মোদির বিরুদ্ধে তদন্তের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।
কমিটিতে চিরায়ু আমিন ও অরুন জেটলির থাকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান।
সুপ্রীম কোর্টে এই তদন্ত কমিটিতে ওই দুই ব্যক্তির থাকার বিরুদ্ধে একটি মামলা করেন ললিত মোদি।
সোমবার মোদির সেই মামলা খারিজ করে দেয় সুপ্রীম কোর্ট।
জানিয়ে দেওয়া হয়,তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য যে কমিটি গঠন করেছে বিসিসিআই,তাতে কোনও সমস্যা নেই।
এমনকি জেটলি ও চিরায়ু আমিনকে কমিটিতে রাখার সিদ্ধান্তে কোনও সমস্যা নেই।
প্রসঙ্গত,তিন সদ্য়ের কমিটিতে চিরায়ু আমিন,অরুন জেটলি ছাড়া রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
First Published: Tuesday, September 27, 2011, 19:27