মোদীর সঙ্গে তুলনা করলে কষাইকে অপমান করা হয়:লালু

মোদীর সঙ্গে তুলনা করলে কষাইকে অপমান করা হয়:লালু

মোদীর সঙ্গে তুলনা করলে কষাইকে অপমান করা হয়:লালু বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে তীক্ষ্ণ ভাষায় বিঁধলেন লালুপ্রসাদ যাদব। মঙ্গলবার লালু বলেন, মোদীর সঙ্গে তুলনা করলে কষাইরাও লজ্জা পাবে। গতকালই মোদীকে গুজরাতের কষাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মোদীর মতো একজন মানুষ ভারতের প্রধানমন্ত্রী যোগ্য কি না সেই বিষয়ে প্রশ্ন তুলে লালু বলেন, মোদীর সঙ্গে তুলনা করলে একজন কষাইও লজ্জা পায়। এমন একজন মানুষের কি দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত্? সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, মমতা নিজের আঁকা ছবি ১ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রি করেন। এরপরই মোদীর মন্তব্যে প্রতিবাদ জানিয়ে তৃমমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান দলের ওয়েবসাইটে লেখেন, "গুজরাতের কষাই নিজের স্ত্রীরই খেয়াল রাখেন না, কীভাবে উনি দেশের খেয়াল রাখবেন?"

অন্যদিকে, লালুর মন্তব্যকে লজ্জাজনক বলেছে বিজেপি।

First Published: Tuesday, April 29, 2014, 17:25


comments powered by Disqus