Last Updated: March 22, 2012 19:16

হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগের চিকিত্সার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়েছে আরজেডি সুপ্রিমোকে।
আরজেডি সূত্রে জানানো হয়েছে, লালুপ্রসাদ যাদবের মধুমেহ, উচ্চ রক্তচাপের চিকিত্সা চলছে। এছাড়া মূত্রথলিতেও কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর। ৬৩ বছরের এই প্রবীণ রাজনীতিবিদ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন এইমস-এর চিকিত্সকরা। বুধবার সন্ধ্যায় মূত্রজনীত সমস্যা দেখা দেওয়ায় লালুপ্রসাদ যাদবকে এইমস-এ ভর্তি করা হয়।
First Published: Thursday, March 22, 2012, 19:16