Lalu Prasad Yadav to visit camps of Muzaffarnagar riot victims

মুজফ্ফরনগরের শরনার্থী শিবির ঘুরে দেখলেন লালু

মুজফ্ফরনগরের শরনার্থী শিবির ঘুরে দেখলেন লালুরাহুল গান্ধীর পর এ বার মুজফ্ফরনগরের শরনার্থী শিবির ঘুরে দেখলেন লালুপ্রসাদ যাদব। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তরপ্রদেশ সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে মুলায়ম সিং যাদবকে একহাত নিয়েছেন তিনি। একইসঙ্গে, সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে বিঁধেছেন বিজেপিকে।

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করার সম্ভাবনা উজ্জ্বল লালুর। রবিবার ভোর বেলা মুজাফফর নগরে যান লালু। প্রায় আধা ডজন শিবিরে ঘুরে দেখেন আর জে ডি নেতা।

First Published: Sunday, December 29, 2013, 15:31


comments powered by Disqus