Last Updated: March 1, 2014 18:29

লোকসভা ভোটের আগে কোণঠাসা কংগ্রেসকে স্বস্তি দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। কংগ্রেসের সঙ্গেই জোট গড়বেন তিনি। লালু জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে কংগ্রেসের হাত শক্ত করাই তাঁর উদ্দেশ্য।
বিজেপির হাত থেকে তিনিই দেশকে রক্ষা করবেন বলেও ঘোষণা করেছেন আরজেডি সুপ্রিমো। তবে, বিহারে জোট সমীকরণে কংগ্রেসকে এগারোটির বেশি আসন ছাড়তে চাননি লালু। কাটিহারের আসনটি তিনি ছেড়েছেন এনসিপি প্রধান তারিক আনওয়ারকে। লালু চান বিহারের বাকি আঠাশটি আসনে প্রার্থী দিতে। তাঁর মতে, এবারের লোকসভা নির্বাচনে ওই আঠাশটি আসনে আরজেডির জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
First Published: Saturday, March 1, 2014, 18:29