Last Updated: August 29, 2013 13:59

লোকসভায় পেশ হল জমি অধিগ্রহণ বিল। গ্রামাঞ্চলে শিল্পের জন্য জমি নিলে বাজার দরের চেয়ে চার গুণ বেশি দাম দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে। শহরাঞ্চলের ক্ষেত্রে বাজারদরের দ্বিগুণ দাম দেওয়ার প্রস্তাব রয়েছে বিলে। পিপিপি মডেলে শিল্পস্থাপনের ক্ষেত্রে ৭০ শতাংশ মানুষের সম্মতি থাকলে তবেই সেই জমি অধিগ্রহণ করা যাবে।
বেসরকারি মালিকানাধীন শিল্পের ক্ষেত্রে কমপক্ষে ৮০ শতাংশ মানুষের মত থাকলে তবেই ওই জমি নেওয়া যাবে। বিলটি পেশের সময় তুমুল হইহট্টগোল হয়। মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
জমি বিল পেশ হলেও এখনই প্রতিক্রিয়া জানাননি সিপিআই সাংসদ গুরুদাশ দাশগুপ্ত। জমি বিলে যেসব সংশোধনী আনা হয়েছে তা খতিয়ে দেখেই মতামত দেবেন বলে জানিয়েছেন গুরুদাশ দাশগুপ্ত।
First Published: Thursday, August 29, 2013, 14:00