দমদমে হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই মাঠ দখল, দোসর পুলিস

দমদমে হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই মাঠ দখল, দোসর পুলিস

দমদমে হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই মাঠ দখল, দোসর পুলিসআদালতের নির্দেশ উপেক্ষা করেই পুলিসকে সঙ্গে নিয়ে মাঠ দখলের অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শহিদ কালীপদ সামন্ত নগর কলোনি এলাকায়। এই এলাকার একটি মাঠকে ঘিরে বিবাদের সূত্রপাত। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে বাদল মণ্ডল নামে এলাকারই এক প্রভাবশালী ব্যক্তি মাঠ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাঠ যাতে বেহাত না হয়ে যায়, তার জন্য আদালতের দ্বারস্থ হন সামন্ত নগর কলোনির মানুষ। মাঠ হস্তান্তর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার পুলিসি তদন্তের নির্দেশও দেয় আদালত। সেই মতো পুলিসি তদন্তও হয়েছে। তার রিপোর্ট জমা পড়েছে। বিষয়টিতে স্থগিতাদেশ দিয়েছে নিম্ন আদালতও। তারপর মোটামুটি সব শান্তই ছিল। এলাকাবাসীর অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পর বাদল মণ্ডল মাঠ দখল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন। মঙ্গলবার বাদল মণ্ডল বিধাননগরের অতিরিক্ত পুলিস কমিশনার এবং লেক টাউন থানার ওসিকে সঙ্গে নিয়ে মাঠ দখল করতে যান। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও, পুলিস কী করে এই ভূমিকা নিল সেটাই ভেবে পাচ্ছেন না কলোনির মানুষ।

পুলিসের এই ভূমিকায় শহিদ কালীপদ সামন্ত নগর কলোনির বাসিন্দারা প্রচণ্ড ক্ষুব্ধ।   পুলিসকে সঙ্গে নিয়ে বাদল মণ্ডল মাঠ দখল করতে এলেও, তাদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

First Published: Wednesday, March 28, 2012, 16:30


comments powered by Disqus