Last Updated: February 10, 2013 13:57

মুখ্যমন্ত্রীর সভার আগেই ফের জমি আন্দোলনে উত্তপ্ত নন্দীগ্রাম। আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল বাজকুল-নন্দীগ্রাম সতের কিলোমিটার রেল লাইনের কাজ।
রেললাইনের জন্য জমি দিয়ে চাকরি না পেয়ে এবার আন্দোলনে ঘোলপুকুর মৌজার কৃষকরা। তাঁদের অভিযোগ, দুহাজার দশ সালে যখন প্রকল্পের ঘোষণা করেন তত্কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন জমিমালিকদের পরিবার পিছু একজনকে চাকরির প্রতিশ্রুতি দেন। এরপর অধিগ্রহণের কাজ শুরু হয়। কিন্তু চাকরি নয়, শুধুমাত্র জমির দামের ৮০ শতাংশ টাকা পেয়েছেন তাঁরা।
জমির বাকি দাম এবং চাকরি না পেলে তাঁরা কাজ এগোতে দেবেন না বলে জানিয়েছেন। ভূমিরক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু করেছেন তাঁরা। এদিকে ১২ ফেব্রুয়ারি নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রীর সভা করার কথা।
First Published: Sunday, February 10, 2013, 13:57