Last Updated: June 4, 2012 09:52

ফের ধস নামল উত্তর সিকিমে। রবিবার বিকেল থেকে টানা বৃষ্টির ফলে লাচুং, ইয়ুংথাম ও চুংথাংমের বিভিন্ন রাস্তায় ধস নামে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আটকে পড়েছেন প্রায় কয়েক হাজার পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হোটেলগুলিতে রাখা হয়েছে। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।
অতিবৃষ্টির ফলে ধস নামায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ধস সরানোর কাজ শুরু হয়েছে। শীঘ্রই রাস্তা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে সিকিম সরকার।
First Published: Monday, June 4, 2012, 09:56