Last Updated: May 2, 2013 14:46

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশনের মধ্যে চলা মামলার খুব সম্ভবত আজই শেষ হচ্ছে শুনানি। ইতিমধ্যেই কমিশনের পক্ষের আইনজীবী সমরাদিত্য পাল তাঁর বক্তব্য পেশ করেছেন। সরকারপক্ষে অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জির বক্তব্যও প্রায় শেষ। এই মামলায় নির্নায়ক হতে চলেছে রাজ্য পুলিসের ডিজির চিঠি।
ইতিমধ্যেই আদালতে প্রমাণিত, কেন্দ্রীয় বাহিনীর পক্ষে ডিজি নিজেই সওয়াল করেছেন। এছাড়াও গত মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে অস্বস্তিতে পড়ে রাজ্য। আজকের শুনানিতে মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সওয়াল জবাব হবে। এরপর যত দ্রুত সম্ভব রায় ঘোষণা করতে পারেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।
First Published: Thursday, May 2, 2013, 14:46