Last Updated: March 29, 2012 13:50

শততম শতরানের নজিরকে স্মরণীয় করে রাখতে সচিন তেন্ডুলকরের জন্য গান গাইলেন লতা মঙ্গেশকর।
বরাবরই সচিনকে স্নেহ করতেন সঙ্গীত সম্রাজ্ঞী। তাই সচিনের খারাপ সময়েও তাঁর পাশে থেকেছেন। আবার সচিন তেন্ডুলকরের সুসময়েও ছুটে এসেছেন তাঁর পাশে। শততম শতরান যখন সচিন পাচ্ছিলেন না তখন ক্রিকেট প্রেমীদের সমালোচনায় খুব দুঃখ পেয়েছিলেন লতা। তাই শততম শতরানের পরই আর নিজেকে ধরে রাখতে পারেননি। সচিনের জন্য মুকেশ আম্বানীর দেওয়া পার্টিতে উপস্থিত থেকে মাস্টার ব্লাস্টারের অনুরোধের গান গেয়ে শোনান।
First Published: Thursday, March 29, 2012, 13:50