হার্ট অ্যাটাকের খবর শুনে টুইটারে হেসে খুন লতা

হার্ট অ্যাটাকের খবর শুনে টুইটারে হেসে খুন লতা

হার্ট অ্যাটাকের খবর শুনে টুইটারে হেসে খুন লতাগুজব উঠেছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সুরসম্রাজ্ঞীর অসুস্থ হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পড়েছিল আসমুদ্রহিমাচল। অবশেষে লতা মঙ্গেশকর টুইটারে নিজেই জানালেন, হার্ট অ্যাটাক তো দূরের কথা, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

লতা লিখেছেন, "নমস্কার। আমার শারীরিক অসুস্থতা নিয়ে গুজব রটছে। কিন্তু আপনাদের সকলের ভালবাসা ও শুভকামনায় আমার শরীর একদম সুস্থ রয়েছে।"

বুধবার সকালে গুজব রটে হৃদরোগে আক্রান্ত হয়েছেন লতা।

First Published: Wednesday, March 26, 2014, 17:13


comments powered by Disqus