উত্তরবঙ্গ উত্‍সবে শব্দবিধি ভাঙার অভিযোগ

উত্তরবঙ্গ উত্‍সবে শব্দবিধি ভাঙার অভিযোগ

উত্তরবঙ্গ উত্‍সবে শব্দবিধি ভাঙার অভিযোগউত্তরবঙ্গ উত্সবে শব্দবিধি ভাঙার অভিযোগ উঠল উদ্যোক্তাদের বিরুদ্ধে। গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছে উত্সব। অভিযোগ, সেই উত্সবেই শিলিগুড়ির দুটি মঞ্চে বুধবার রাত ১০টার পরেও শব্দবিধি ভেঙে মাইক বাজিয়ে গানবাজনা চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিসের কাছে অভিযোগ জানিয়েও ফল হয়নি।

উত্তরবঙ্গ উত্সবে শব্দবিধি ভাঙার অভিযোগ উঠল উদ্যোক্তাদের বিরুদ্ধে। গত ১০ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উত্সবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি ছাড়াও দার্জিলিং জেলার অন্যান্য শহরেও চলছে উত্সব। বুধবারও দু`টি মঞ্চে রাত দশটার পরেও দেদার মাইক বাজিয়ে শব্দ বিধির তোয়াক্কা না করে গান বাজনার অভিযোগ উঠেছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই ধরনের অভিযোগ তাঁরাও পেয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি। সামনেই মাধ্যমিক পরীক্ষা। ফলে রাত পর্যন্ত শব্দ বিধি ভেঙে মাইক বাজানোয় পড়ুয়াদের অসুবিধায় পড়তে হচ্ছে। এমনকী তাঁদের অভিযোগ, গত রবিবার খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও রাত ১০টার পরে শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন। সে সময়েও শব্দবিধি মানা হয়নি বলেই অভিযোগ উঠেছে। `কেউ লিখিত অভিযোগ করেননি`-এই যুক্তি দেখিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করছে পুলিস। এক্ষেত্রে ভুক্তভোগীদের প্রশ্ন, শাসক দলের নেতা-মন্ত্রীরা যেখানে বিধি ভেঙে প্রায় মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করছেন, সেখানে অভিযোগ জানালে যে আরও বড় বিপদ হবে না, তার নিশ্চয়তা কোথায়?

First Published: Thursday, February 16, 2012, 14:34


comments powered by Disqus