ফের লাঠিচার্জ পুলিসের, Lathicharge for mobile stealing

ফের লাঠিচার্জ পুলিসের

ফের লাঠিচার্জ পুলিসেরমোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমানের বাদামতলায়। আর সেই গোলমাল থামাতে গিয়ে পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। গত কয়েকদিন ধরেই ধাঙরপাড়া এবং বাদামতলা-এই দুই পাড়ার মধ্যে গোলমাল চলছিল। আজ সকালে বাদামতলার একটি ছেলেকে মারধরের অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিস ও র‌্যাফ। পরিস্থিতি সামলাতে তারা লাঠি চালালে কয়েকজন আহত হন বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিস। 





First Published: Monday, December 19, 2011, 22:08


comments powered by Disqus