Last Updated: March 23, 2012 09:33

লক্ষ্মণ শেঠসহ ধৃত ৩ সিপিআইএম নেতাকে আজ ফের হলদিয়া মহকুমা আদালতে পেশ করল সিআইডি। সকাল ১১টা নাগাদ পেশ করা হয় ওই তিন সিপিআইএম নেতাকে। আজ লক্ষ্ণণ শেঠকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় সিআইডি।
সিআইডি সূত্রের খবর, নিখোঁজ কাণ্ডের ঘটনায় এমন কয়েকজনের জনের নাম রয়েছে যাঁরা ঘরছাড়া। সিআইডি সিদ্ধান্ত নিয়েছে তাদের নাম আলাদাভাবে চিহ্নিত করে আদালতকে জানানো হবে। সিআইডির দাবি, লক্ষণ শেঠ জেরায় জানিয়েছেন ১০ নভেম্বর যেদিন নিখোঁজ কাণ্ডের ঘটনা ঘটে, সেদিন বহুমানুষ ঘরছাড়া ছিলেন । কিন্তু পুলিস প্রশাসন নিজেদের উদ্যোগেই তাদের ঘরে ফেরানোর চেষ্টা করে।
First Published: Friday, March 23, 2012, 11:51