Last Updated: May 11, 2012 23:30

ক্রিকেটে সুইচ হিট নিয়ে কিছু পরিবর্তন আনতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সে ক্ষেত্রে এল বি ডব্লু নিয়মে কিছু পরিবর্তন করতে চলেছে আইসিসি। নিয়মানুযায়ী লেগ স্ট্যাম্পের বাইরে বল থাকলে ব্যাটসম্যানকে আউট দেওয়া যায় না। কিন্তু তা নিয়ে ডান হাত বা বাহাতি ব্যাটসম্যানের অবস্থান নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে সুইচ হিটের নিয়ম বদলালে লেগ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্পের বাইরে যদি বল থাকেও সে ক্ষেত্রে ব্যাটসম্যানের অবস্থান বুঝে আউট দেওয়া যাবে।
চলতি মাসে দুবাইয়ে আইসিসির বৈঠকে এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন কর্তারা। ২০০৮-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম বার সুইচ হিট প্রয়োগ করেছিলেন কেভিন পিটারসন। ডিআরএস থেকে শিক্ষা নিয়ে সুইচ হিটের ব্যাপারে কোন বিতর্ক পড়তে চাইছে না আইসিস।
First Published: Wednesday, May 23, 2012, 16:01