বিদ্রোহের ঝড় কাটিয়ে জয়ের বাতাস ভারতীয় টেনিসে

বিদ্রোহের ঝড় কাটিয়ে জয়ের বাতাস ভারতীয় টেনিসে

বিদ্রোহের ঝড় কাটিয়ে জয়ের বাতাস ভারতীয় টেনিসেটেনিস বিশ্বে লাজ বাঁচাল ভারত। ইন্দোনেশিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড-গ্রুপ প্লে অফে ফিরে এলেন লিয়েন্ডার পেজরা। শনিবার ডাবলসে লিয়েন্ডার পেজ-সনম সিংদের জয় টাইকে ভারতকে ৩-০ তে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করল। রবিবার টাইয়ের বাকি দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। শনিবার লিয়েন্ডাররা স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইন্দোনেশিয়ান জুটি এলবার্ট সি এবং ডেভিড সুশান্তোকে৷ লিয়েন্ডাররা জিতলেন ৬-২, ৬-১, ৬-৪।

শুক্রবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টাইয়ের প্রথম দুটি সিঙ্গলসে জিতে অনেকটাই এগিয়ে ছিল ভারত।

First Published: Saturday, April 6, 2013, 20:22


comments powered by Disqus