ইউএস ওপেনের শেষ চারে লিয়েন্ডার পেজরা

ইউএস ওপেনের শেষ চারে লিয়েন্ডার পেজরা

ইউএস ওপেনের শেষ চারে লিয়েন্ডার পেজরাতিন বছর পর ফের ফ্লাশিং মিডোয় খেতাব জয় থেকে আর মাত্র দু ধাপ দূরে লিয়েন্ডার পেজ। চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেপানেককে সঙ্গী করে লিয়েন্ডার পৌঁছে গেলেন প্রতিযোগিতার ডাবলস সেমিফাইনালে।

কোয়ার্টার ফাইনালে ইন্দো-চেক জুড়ি জিতলেন পাকিস্তানের আইসম উল হক কুরেশি-নেদারল্যান্ডসের জেন জুলিয়েন রজারের বিরুদ্ধে। খেলার ফল ৬-১, ৬-৭, ৬-৪। এ বার সেমিফাইনালে লিয়েন্ডারদের সামনে ডাবলসের সর্বকালের সেরা জুটি ব্রায়ান ভাইরা।

পড়ুন সারাদিন ইউএস ওপেনে কী কী ঘটল






First Published: Wednesday, September 4, 2013, 15:14


comments powered by Disqus