Last Updated: April 27, 2013 09:50

সারদা কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন গনিখান চৌধুরীর ভাই আবু নাসের খান চৌধুরী। তাঁর বক্তব্য, সারদা গোষ্ঠীর বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তাঁর দাদা, কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই চিঠি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসার সাতদিন পর প্রথমবার সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সারদার প্রতারণার কথা তিনি বা তাঁর সরকার জানত না।
কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি এগারোই সেপ্টেম্বর দুহাজার এগারোয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সারদার নামে নালিশ করেছেন সেটা বিলক্ষণ জানতেন মুখ্যমন্ত্রী। আবু হাসেমের ভাই আবু নাসের খান চৌধুরী তো তেমনই জানাচ্ছেন।আবি হাসেমকে সারদার ব্যাপারে মত বদলানোর অনুরোধও নাকি করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০১১-র ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠি নিয়েই কংগ্রেসের বিরোধীতায় নেমেছে তৃণমূল। সরকার যে অনেক আগেই সারদার প্রতারণার কথা জানত শুক্রবার প্রকাশ্যে সেটা বলে ফেলেছেন শিল্পমন্ত্রীও।
স্বভাবতই প্রশ্ন উঠছে কেন সারদার প্রতারণার কথা আগে জানা ছিলনা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
First Published: Saturday, April 27, 2013, 09:50