Last Updated: July 13, 2012 17:41

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ব্রেট লি। তবে আগামিদিনে আইপিএল কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত টি-২০ লিগে তাঁকে খেলতে দেখা যাবে। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে দেশে ফিরতে হয় তাঁকে। জাতীয় দলের হয়ে খেলাকে আর উপভোগ করছেন না তিনি। সেই জন্যই অবসরের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অজি পেস বোলার।
ব্রেট লি আরো জানিয়েছেন অবসরের নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে চোট পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। টেস্টে ৩১০টি এবং একদিনের ক্রিকেটে ৩৮০টি উইকেটর মালিক লি। অষ্ট্রেলিয়ার এই পেস ব্যাটারি আইপিএল-জয়ী কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সদস্য।
First Published: Friday, July 13, 2012, 17:46