Last Updated: January 8, 2013 08:54

রেজ্জাক মোল্লাকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে আজ আলিপুরে অবস্থান- বিক্ষোভ করবে বামেরা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আরাবুল ইসলামকে গ্রেফতার করা না হলে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পুলিস সুপারের অফিসের সামনে অবস্থান- বিক্ষোভের ডাক দিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্ট।
মঙ্গলবার দুপুরে ৪৮ ঘণ্টার সেই সময়সীমা শেষ হচ্ছে। তারপরই অবস্থান বিক্ষোভ শুরু হবে বলে সোমবার জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। অবস্থানে অংশ নেবেন বামফ্রন্ট নেতৃত্ব। হাজির থাকবেন বাম পরিষদীয় দলের সদস্যরাও। দুপুর একটায় বালিগঞ্জ থেকে একটি মিছিল রাসবিহারী হাজরা হয়ে পৌঁছবে আলিপুরে। তারপরই শুরু হবে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি।
First Published: Tuesday, January 8, 2013, 08:54