Last Updated: November 28, 2011 12:16

নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির মতো ছ'টি ইস্যুতে কলকাতায় আইন অমান্য কর্মসূচি পালন করল বামফ্রন্ট। আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার বরণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু, প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত-সহ বামফ্রন্টের বিশিষ্ট নেতারা।
রানি রাসমনি রোডে আয়োজিত এদিনের আইন অমান্য আন্দোলনে বিপুল জনসমাগমে যথেষ্ট উত্সাহিত বামফ্রন্ট নেতৃত্ব। মাল্টি ব্র্যান্ড খুচরো ব্যবসায় ৫১ শতাংশ এবং সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ বিদেশি লগ্নিকে ছাড়পত্র দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় এদিনের সমাবেশে। পাশাপাশি কৃষকদের উত্পাদিত পণ্যের ন্যায্য দাম না পাওয়ার বিষয়টি নিয়েও সোচ্চার হন, সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু-সহ বাম নেতারা।
First Published: Monday, November 28, 2011, 22:27