ব্যতিক্রমী বিধানসভা, রেলভাড়া বৃদ্ধির বিরোধীতায় এক সুর সরকার ও বিরোধী পক্ষের

ব্যতিক্রমী বিধানসভা, রেলভাড়া বৃদ্ধির বিরোধীতায় এক সুর সরকার ও বিরোধী পক্ষের

ব্যতিক্রমী বিধানসভা, রেলভাড়া বৃদ্ধির বিরোধীতায় এক সুর সরকার ও বিরোধী পক্ষেরবিধানসভায় ব্যতিক্রমী ছবি। রেলভাড়া বৃদ্ধির বিরোধিতায় একই সুর মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার গলায়। রেলভাড়া বৃদ্ধির বিরুদ্ধে বিরোধী দলনেতার মোদী সমালোচনাকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় রেলভাড়া বিরোধী প্রস্তাবও।জুলাইয়ের আট তারিখেই পেশ হতে চলেছে রেল বাজেট। একধাক্কায় রেলের ভাড়া অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।। রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে সোমবার সরকারের তরফে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পর বক্তব্য রাখতে ওঠেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, বাজেটের আগেই যেভাবে রেলভাড়া বাড়িয়েছে মোদী সরকার তা অগণতান্ত্রিক।

গরীবদের সুদিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসা মোদী সরকার এখন কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। বিরোধী দলনেতার পরই বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার দুই মন্তব্যের সঙ্গেই সহমত পোষণ করেন তিনি।

সর্বসম্মতিতে পাশ হয়ে যায় রেলভাড়া বিরোধী প্রস্তাব।

First Published: Monday, June 23, 2014, 18:10


comments powered by Disqus