Last Updated: November 28, 2013 18:35

বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। এই অভিযোগে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান সম্ভবত বয়কট করতে চলেছে বামেরা। বিরোধীদের অভিযোগ, মূল্যবৃদ্ধির, সারদা কেলেঙ্কারি, রাজনৈতিক সন্ত্রাস কোনও ইস্যুতেই বিধানসভায় আলোচনা করতে দেওয়া হয় না। একই অভিযোগ কংগ্রেসেরও। তাই প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে কংগ্রেসের যোগদানও অনিশ্চিত।
আগামী ৪, ৫, ৬ ডিসেম্বর বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান বয়কটের রাস্তায় হাঁটতে পারে বিরোধী বামেরা। এনিয়ে সিদ্ধান্ত নেবে বামফ্রন্ট। কিন্তু বাম পরিষদিয় দলের অনেক বিধায়কই বলতে শুরু করেছেন, যেভাবে তাঁদের অধিকার খর্ব করা হচ্ছে, তাতে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান বয়কট করা উচিত বিরোধীদের। বৃহস্পতিবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করা হয়, প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে স্পিকারের তরফে কিছু জানানো হয়েছে কিনা। সূর্যকান্ত মিশ্রর উত্তরেই স্পষ্ট ছিল, অনুষ্ঠানে যোগদানে আদৌ বিরোধীরা আগ্রহী কি না।
বুধবার সারদাকাণ্ড, ও জ্যোতি বসু নগরের নাম পরিবর্তন ইস্যুতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বামেরা। বৃহস্পতিবার সেকারণে সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করা হয়।
তবে শেষপর্যন্ত বামেরা এই অনুষ্ঠান বয়কট করবে কিনা তা ঠিক হবে বামফ্রন্টের বৈঠকে। জানা যাবে সোমবার। একই অভিযোগে সম্ভবত প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেসও। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কংগ্রেসের অভিযোগ, এবিষয়ে আলোচনা চাইলেও তা মানা হয়নি।
First Published: Thursday, November 28, 2013, 18:35