Last Updated: May 1, 2014 15:57

আগামী দু` দফা নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করার দাবিতে এবার কমিশনের ওপর চাপ বাড়াতে শুরু করল বামেরা। শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে আজ বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করল সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম প্রতিনিধি দল।
বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে তাঁর হাতে দক্ষিণ ২৪ পরগনার মানচিত্র তুলে দেন সুজন চক্রবর্তীরা। গত পঞ্চায়েত ভোটে যেসব জায়গায় অশান্তি হয়েছিল মানচিত্রে সেইসব জায়গাগুলিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় এবারে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হতে পারে সেজন্য কমিশনকে বিশেষ নজর দেওয়ায় অনুরোধ জানিয়েছেন বাম প্রতিনিধিরা। আগামী দফার নির্বাচনের আগে আজ দক্ষিণ ২৪পরগনার জেলাশাসক, এসপি, ডিসি সাউথ, ডিসি পোর্ট, ডিসি সাউথ ইস্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।
First Published: Thursday, May 1, 2014, 15:57