Last Updated: May 31, 2014 14:57
হিংসা কবলিত আরামবাগে অবিলম্বে শান্তি ফেরানোর দাবি জানাল বামেরা। শনিবার আরামবাগের পুইন গ্রামে যান বামফ্রন্টের এক প্রতিনিধি দল। দলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও ছিলেন, রবিন দেব, শ্রীদীপ ভট্টাচার্য, হাফিজ আলম সইরানি, ক্ষীতি গোস্বামীরা।
ভোটের আগে থেকেই আরামবাগের বিভিন্ন এলাকায় শাসকদল সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। খুন হয়েছে দুই মহিলা সহ চার বামকর্মী। ৬২টি পরিবার ঘরছাড়া। বাম শরিকদলগুলির একাধিক পার্টি অফিসেও চালানো হয়েছে ভাঙচুর।
First Published: Saturday, May 31, 2014, 15:00