মোদীকে রুখতে তৈরি বামেরা: কারাট

মোদীকে রুখতে তৈরি বামেরা: কারাট

মোদীকে রুখতে তৈরি বামেরা: কারাটলোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আটকানোই মূল লক্ষ্য। সেই কারণে কংগ্রেসকে সমর্থনের সম্ভাবনা খারিজ করলেন না সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ডাক দিয়েছে বামেরা। লোকসভা ভোটের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন প্রকাশ কারাট।

বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করার দাবি প্রকাশ কারাটের। এই মুহূর্তে বাম সাংসদদের সংখ্যা বাড়ানোই একমাত্র লক্ষ্য, কলকাতায় এসে এমনটাই বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক।






First Published: Saturday, September 7, 2013, 18:01


comments powered by Disqus