Last Updated: August 7, 2013 21:23

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় মিছিল করল বামেরা। ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় কলেজ স্কোয়ারে। দিল্লিতেও ধর্ণায় বসেন বাম নেতৃত্ব। সন্ত্রাস বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোট থেকেই অশান্ত বাংলা। প্রতিবাদে বুধবার কলকাতায় বামেদের মিছিল।
ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় কলেজ স্কোয়ারে।
মিছিল দেখে খুশি সিপিআইএম। বাম নেতৃত্বের অভিযোগ সরকারের মদতেই চলছে সন্ত্রাস।
সরকারকে হুঁশিয়ারি বিরোধী নেতার গলায় কলকাতা নয় জেলাজুড়েও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
পশ্চিমবঙ্গে সন্ত্রাসের প্রতিবাদে দিল্লিতেও ধর্ণায় সামিল বাম নেতৃত্ব।
First Published: Wednesday, August 7, 2013, 21:23