সরকারের বিরুদ্ধে জনমত গড়তে রাস্তায় নামছে বামফ্রন্ট

সরকারের বিরুদ্ধে জনমত গড়তে রাস্তায় নামছে বামফ্রন্ট

সরকারের বিরুদ্ধে জনমত গড়তে রাস্তায় নামছে বামফ্রন্টচিটফান্ড কেলেঙ্কারি, টেট দুর্নীতি, সন্ত্রাস সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে জনমত গড়তে হলে রাস্তায় নামতে হবে বামেদের। সংবাদমাধ্যম এবং আদালতের রায়ের ওপর নির্ভর করলে চলবে না। বামেদের অবস্থান মঞ্চ থেকে এই বার্তা দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

গত তিন বছরে একাধিক ইস্যুতে কাঠগড়ায় তৃণমূল সরকার। তবে এইসব ইস্যু নিয়ে তেমনভাবে রাস্তায় নামতে দেখা যায়নি বামেদের। তবে এবার আর চুপ করে বসে থাকবে না বামেরা। রাজ্য সরকার অন্যায় কাজ করলে জোরদার আন্দোলন হবে। রানি রাসমণি অ্যাভিনিউর মঞ্চ থেকে এই ঘোষণা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গিয়ে সমালোচিত হয়েছিলেন বাম নেতারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী । তাই তাঁর কাছে ডেপুটেশন দিতে যাওয়া নিয়ে এত প্রশ্ন উঠছে কেন ? তিনদিনের এই অবস্থান মঞ্চে রাত জাগলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুর মত শীর্ষ বাম নেতৃত্ব। ২৭ জুন পর্যন্ত চলবে বামেদের অবস্থান কর্মসূচি।

First Published: Thursday, June 26, 2014, 10:15


comments powered by Disqus