Last Updated: November 17, 2012 12:13

রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামছে বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে।
একের পর এক শ্লীলতাহানির ঘটনায় ৪ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা, বাদ যাননি কেউই। বিরোধীদের আরও অভিযোগ, সরকার নিরুত্তাপ থাকায় প্রশয় পাচ্ছে অপরাধীরা। পুলিস প্রশাসন দৃষ্টান্তমূলক ভূমিকা না নেওয়ায় মহিলাদের ওপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। সাম্প্রতিককালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য থেকেও প্রমাণিত যে রাজ্যে মহিলাদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে। এরই প্রতিবাদে রানি রাসমণি রোডে এদিন সমাবেশের ডাক দিয়েছে বামেরা। সমাবেশে বক্তব্য রাখবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতারা।
First Published: Saturday, November 17, 2012, 12:13