Last Updated: January 15, 2013 10:02

আসন্ন বিধানসভা নির্বাচনে দুহাজার আটের চেয়েও ভাল করবে বামফ্রন্ট সরকার। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত নির্বাচনে দেওয়া সবকটি প্রতিশ্রুতি রূপায়িত হওয়ায় এবার বামফ্রন্ট আরও ভাল করবে বলে আশাবাদী তিনি। রাজ্যের উন্নয়নের প্রশ্নে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আসন্ন বিধানসভা নির্বাচনে আরও ভাল করে সপ্তম বারের জন্য ত্রিপুরায় সরকার গড়বে বামফ্রন্ট। সোমবার চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নই নয়, অন্যান্য সমস্যাগুলিও বামফ্রন্ট সরকার তার সাধ্যের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করেছে। সেই কারণে এ বার দুহাজার আটের চেয়েও ভাল করবে বামফ্রন্ট। জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রধান বিরোধী দল কংগ্রেস গঠনমূলক ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেছেন মানিক সরকার।
সপ্তম বার বামফ্রন্ট ক্ষমতায় এলে রাজ্যে আরও উন্নয়ন হবে বলে দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।
First Published: Tuesday, January 15, 2013, 10:02