Last Updated: November 16, 2012 11:44
বাইশ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বৈঠকে বসছে চার বামদল। দুপুর বারোটা থেকে এ কে গোপালন ভবনে এই বৈঠক শুরু হওয়ার কথা। বামেদের তরফে জানা গেছে এফডিআই ইস্যুতে আসন্ন সংসদ অধিবেশনে বামেদের অবস্থান কী হবে সে বিষয়টিই প্রাধান্য পাবে আজকের বৈঠকে।
এফডিআই ইস্যুতে ভোটাভূটির জন্য ইতিমধ্যেই সীতারাম ইয়েচুরি ও বাসুদেব আচারিয়া রুল ১৮৪ ধারায় চিঠি দিয়ে স্পিকারের কাছে আবেদনও জানিয়েছেন।
যদিও সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত ১৯৩ ধারায় সংসদে শুধুমাত্র আলোচনা চেয়ে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। আজকের বৈঠকের পরই এফডিআই ইস্যুতে বামেদের অবস্থান পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে।
First Published: Friday, November 16, 2012, 11:44